কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃষ্টিভেজা প্রকৃতি, প্রতীকী ছবি
সেপ্টেম্বর মাসের বেশ কিছুটা সময় অতিবাহিত। হাতে আর কিছুদিন। তারপরই বাঙালি মাতবে দুর্গাপুজোয়। তার আগে এখন সপ্তাহ শেষ মানেই কেনাকাটার ভিড়। এরমধ্যেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তাও আবার সপ্তাহের শেষে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সমুদ্রে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইবে। এর জেরে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হতে পারে। এই ৫ জেলায় সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সপ্তাহ শেষে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে তা উপকূল ঘেঁষা ৫টি জেলা বাদ দিয়ে তেমন একটা ভয়ংকর রূপ নেবে না। কলকাতায় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে ক্রমে এই নিম্নচাপটি ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের দিকে সরে যাবে। তখন দক্ষিণবঙ্গ জুড়েই ফের ভাদ্র মাসের রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে।
আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর জুড়েই বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হবে। যার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে।
উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…