Kolkata

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

Published by
News Desk

বঙ্গোপসাগরের উত্তর অংশে একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে। তার জেরেই শহরের মুখ সকাল থেকেই ভার। গত শনিবারও আকাশে মেঘ রোদের খেলা চলেছে। রবিবার সেই মেঘের স্তর আরও পুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিও হয়েছে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে কলকাতায় আকাশ মেঘলা থাকলেও মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এদিন মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়াও ছিল। তবে একটানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী আর বৃষ্টি চাইছেন না। চাইছেন ঝলমলে রোদ। তবে একের পর এক নিম্নচাপ তা হতে দিচ্ছে কই!

Share
Published by
News Desk

Recent Posts