Kolkata

প্রবল বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা, কোথায় কতদিন চলবে বৃষ্টি, মিলল পূর্বাভাস

বর্ষার কারণে বৃষ্টি ক্রমশ বাড়ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে বুধবার বৃষ্টির দাপট অন্য রূপ নিল। কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি, তার ইঙ্গিত মিলল।

Published by
News Desk

বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। কলকাতা, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে প্রবল বৃষ্টিই হয়েছে। কলকাতায় দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে।

বেলা বাড়ার পর যে বৃষ্টি নামে তাতে অনেক জায়গায় জল জমে যায়। তারপর আকাশ কিছুটা পরিস্কার হয়েছে বলে মনে হলেও বিকেল থেকে ফের অঝোর বর্ষণ শুরু হয়। বৃষ্টির জেরে অফিস ফেরত মানুষজন প্রবল সমস্যার শিকার হন।

একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরের ওপর। তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা তো রয়েছেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া দাপটে এই বৃষ্টি বলে জানাচ্ছেন আবহবিদেরা। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভাল বৃষ্টি হয়েছে বুধবার। বৃহস্পতিবারও এই বৃষ্টি বজায় থাকবে।

বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। ওই ৩ জেলায় বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় ভারী বৃষ্টি বৃহস্পতিবারের পর কিছুটা কমে আসবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার। শুক্রবার দক্ষিণবঙ্গের ৪টি জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি কমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে তার আগে বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু কলকাতা ভারী বৃষ্টি পাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে জুনের শুরু থেকেই প্রবল বর্ষণ চলছে। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।

Share
Published by
News Desk