State

রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় জানাল আবহাওয়া দফতর

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি পেতে চলেছে রাজ্য। কবে কোথায় কেমন বৃষ্টি তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ২১ জুলাই শহরে কেমন বৃষ্টি তাও জানা গেল।

Published by
News Desk

বর্ষা আষাঢ় পার করে শ্রাবণে পা দিলেও বৃষ্টির সেভাবে দেখা নেই দক্ষিণবঙ্গে। মধ্য জুলাই পার করে এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনছেন মানুষ। যদিও এবার সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেল। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ।

যে নিম্নচাপটি শুক্রবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। আর তার জেরে শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমে বৃষ্টির দাপট বাড়বে।

শুক্রবার উপকূলীয় জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। বাকি জেলায় কমবেশি বৃষ্টি হবে। কলকাতায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার। শনিবার অবশ্য কলকাতা সহ দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। ওইদিন রবিবার পড়ায় সাধারণ মানুষের কাজের সমস্যা কম হবে। শহর তৃণমূল কর্মী সমর্থকের ভিড়ে অনেকটাই অচল থাকবে অন্যান্য বারের মত।

অবশ্য ওইদিন বৃষ্টি সেই জমায়েতে বাধ সাধতে পারে। তাই সকলেই জানতে চাইছেন ওইদিন কলকাতায় কেমন বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু রবিবার ২১ জুলাই কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওইদিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। সোমবারও একই পূর্বাভাস রয়েছে রবিবারের মত।

Share
Published by
News Desk