State

স্বস্তি দিয়ে নামল বৃষ্টি, সাময়িক নাকি টানা চলবে, মিলল পূর্বাভাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান। দক্ষিণবঙ্গের একটা বড় অংশ বৃহস্পতিবার ভিজল বৃষ্টিতে। তবে এটা বর্ষার বৃষ্টি নয়। বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তার একটা ইঙ্গিত মিলেছে।

Published by
News Desk

মেঘ ছিল। বৃষ্টির জন্য তৈরি ছিলেন মানুষও। কিন্তু গত কয়েকদিন ধরেই সব হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না। অবশেষ বৃহস্পতিবার দুপুরে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল। কলকাতা সহ আশপাশের জেলায় বৃষ্টি নামে দুপুর ১টার পর। আকাশ দ্রুত কালো মেঘে ছেয়ে যায়। তারপরই বৃষ্টি নামে।

যদিও অল্প সময় চলেছে বৃষ্টি। তবে এটুকু বৃষ্টিতেই অনেকে ভিজতে নেমে পড়েন। আবহাওয়া দফতর কয়েকদিন ধরেই কিন্তু ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল। কিন্তু বৃষ্টি হচ্ছিল না দক্ষিণবঙ্গে।

অন্যদিকে উত্তরবঙ্গ ভেসে যাচ্ছিল। বর্ষাও কবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে তা পরিস্কার নয়। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকা আটকে আছে উত্তরবঙ্গের ওপর দিয়ে যাওয়া একটি অক্ষরেখার দাপটে। তেমনটাই জানাচ্ছেন আবহবিদেরা।

যদিও সে অক্ষরেখা দুর্বল হচ্ছে। তবু এখনই আবহাওয়া দফতর নিশ্চিত করে বর্ষা প্রবেশের দিনক্ষণ জানাতে পারছেনা। তবে এটা জানাচ্ছে দুচার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। তার আগে এমন মাঝারি বৃষ্টি হবে নানা জায়গায়।

বৃহস্পতিবার দুপুরে কোথাও কম তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলাই থেকেছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়াও বয়েছে। যা সব মিলিয়ে ভ্যাপসা গরমের পরিস্থিতি অনেকটাই বদলে দিতে পেরেছে।

কলকাতা ছাড়াও এদিন দুপুরে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। আপাতত এমন মাঝারি বৃষ্টি নানা জায়গায় হতে থাকবে। এর হাত ধরেই বর্ষা দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়বে।

Share
Published by
News Desk