Kolkata

মেঘ গুড়গুড় করলে, বুক দুরদুর করে শীলপাড়ার

Published by
News Desk

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এদিন কলকাতায় সারাদিন সেভাবে বৃষ্টি না হলেও রাতের দিকে ভাল বৃষ্টি নামে। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে ঝেঁপে। পূর্বাভাস সত্যি করে দুই ২৪ পরগনাতেও বিভিন্ন জায়গায় রাত বাড়লে ঝেঁপে বৃষ্টি নামে। তবে শনিবাসরীয় রাতে বৃষ্টির জন্য তেমন বড় কোনও সমস্যায় পড়তে হয়নি মানুষকে। বরং উপভোগই করেছেন অনেকে।

এদিকে বেহালার বেশ কিছু এলাকা বৃষ্টির পরও যেভাবে জলের তলায় পড়ে আছে তাতে সেখানকার মানুষজন মনেপ্রাণে চাইছেন আর বৃষ্টি না হোক। মেঘ গুড়গুড় করলেই বুক দুরদুর করছে তাঁদের। বেহালার শীলপাড়ার অবস্থা সবচেয়ে শোচনীয়। এখানে সব বাড়ির একতলাই জলের তলায়। রান্নাঘর, বাথরুম, শোওয়ার ঘর, বসার ঘর, সর্বত্রই জল থৈথৈ। তারমধ্যেই কোনওক্রমে দিনযাপনের লড়াই চালাচ্ছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, ফি বছর একই অবস্থা হয় এখানে। পুরসভা সব জানে। কিন্তু প্রতি বছরই যে কে সেই। বৃষ্টি থামলে বানভাসি কলকাতা শুকিয়ে যায়। কিন্তু শীলপাড়া বাঁচিয়ে রাখে অতীত বর্ষণের ভয়ংকর স্মৃতি।

Share