Kolkata

শনিবার শেষ দফা গরমে পুড়বে নাকি বৃষ্টিতে ভিজবে, জানাল আবহাওয়া দফতর

শনিবার শেষ দফা। ওইদিন কি লাইনে দাঁড়িয়ে পুড়তে হবে গরমে। নাকি বৃষ্টিতে ভিজতে হবে। গরম না বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

শনিবার শেষ দফা। ওইদিন কলকাতা ও দুই ২৪ পরগনার বিভিন্ন কোণায় সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়তে চলেছে। গরমে লাইনে দীর্ঘ সময় দাঁড়ানো এক চরম কষ্টকর কাজ। মাথার ওপর রোদ বেশিক্ষণ সহ্য করা মুশকিল।

তাই এই গরমে রোদে দাঁড়াতে হবে নাকি মেঘলা আকাশ, বৃষ্টি কিছুটা রেহাই দেবে, তা জানতে চাইছেন মানুষজন। সেই ইঙ্গিত দিয়ে দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। অনেক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ার পর ফের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। বরং তুলনায় ভাল বৃষ্টি পাচ্ছেন উত্তরবঙ্গের মানুষজন।

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা গেলেও তা থেকে বৃষ্টি হচ্ছেনা। বরং একটা ভ্যাপসা ঘেমো গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলে। এই পরিস্থিতি থেকে রেহাই মিলতে পারে আগামী শনিবার থেকে।

ওইদিন থেকে ভাল বৃষ্টি হতে পারে। এতে লাইনে দাঁড়ানো মানুষজন শান্তিতে নিজের মত প্রয়োগ করার সুযোগ পাবেন। দীর্ঘ লাইন হলেও কষ্ট হবে কম।

শনিবার বলেই নয় রবিবারও ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমনই রবিবারও সব জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

অনেক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হবে। এদিকে আগামী ৩১ মে কেরালা দিয়ে এদেশে বর্ষা প্রবেশ করার কথা। যদি সব ঠিকঠাক এগোয় তাহলে হিসাব মত পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে ৮ জুন।

Share
Published by
News Desk