State

সুখের বৃষ্টি শেষের পথে, কবে থেকে ফের গরম, মিলল পূর্বাভাস

গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের মানুষ ভুলতে বসেছেন যে এক সপ্তাহ আগেও গরমে পুড়ছিল চারিদিক। এখন ভরা গ্রীষ্ম। সেই আঁচ ফের কবে থেকে মিলল ইঙ্গিত।

Published by
News Desk

কলকাতা ৪৩ ডিগ্রিতে চড়ার পর আগুনে গরমের হাত থেকে ক্রমে রেহাই মিলতে শুরু করে। কিন্তু বৃষ্টির দেখা ছিলনা। বৃষ্টি শুরু হয় সোমবার থেকে। তারপর টানা ৫ দিনে পারদ উত্থান দেখেনি বাংলা।

বরং আবহাওয়া দফতরের হিসাব বলছে বৃহস্পতিবার পর্যন্ত গত ১০ দিনে ১৩ ডিগ্রি কমেছে কলকাতার সর্বোচ্চ পারদ। এমনটা গরমকালে কবে শেষ দেখা গেছে বলা কঠিন।

ভরা গ্রীষ্মে এই ম্যাজিক দেখিয়েছে বৃষ্টির স্পেল। ১৭ দিনের টানা তাপপ্রবাহ সহ্য করার পর এখন বঙ্গবাসী আর সেই গরমের বিভীষিকাময় দিনে ফিরে যেতে চাইছেন না। চাইছেন এমন পারদ পতন যেন বজায় থাকে।

কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে ফারাক হতে পারে। কারণ এই যে বৃষ্টির স্পেল তা দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বহাল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে গরম বাড়বে। শুক্রবারই রোদ যখন উঠেছে তখন কিন্তু গরম ভাব টের পেয়েছেন মানুষজন।

সোমবার আসতে অবশ্য দেরি আছে। তার আগে ঝড়বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। দক্ষিণের সব জেলাতেই ঝড় ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গ বলেই নয়, উত্তরবঙ্গেও সোমবার পর্যন্তই ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। তারপর সেখানেও আর বৃষ্টি নেই। এমনকি উত্তরের পাহাড়ি এলাকাতেও নয়। ফলে আগামী সপ্তাহে ফের পারদ উত্থান নজর কাড়তে পারে। সহ্য করতে হতে পারে চড়া গরম।

Share
Published by
News Desk