State

কোথায় কবে কেমন বৃষ্টি, কোথায় এখনও তাপপ্রবাহ, জানাল হাওয়া অফিস

দীর্ঘ দহন জ্বালা সহ্য করার পর অবশেষে বৃষ্টির ছোঁয়া এগিয়ে আসছে। তাপপ্রবাহের লম্বা ইনিংসে আপাতত ইতি। তারপরেও কিন্তু রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

Published by
News Desk

টানা এমন তাপপ্রবাহের সঙ্গে দক্ষিণবঙ্গের অনেকাংশের মানুষই অভ্যস্ত নন। ফলে অনেকেরই এই গরম সহ্য করা একটা চ্যালেঞ্জ ছিল। প্রায় অর্ধেক মাস ধরে টানা আগুনে গরম থেকে আপাতত রেহাই পেতে প্রহর গুনছেন সকলে। কখন নামবে বৃষ্টির শীতল ধারাপাত, তারই অপেক্ষা।

এরমধ্যেই আবার তাপপ্রবাহ শেষ হয়েও যেন শেষ হতে চাইছে না। যখন সবাই ভাবছেন রবিবার থেকে আরও নির্মল হবে পরিবেশ, তখন রবিবারও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। রবিবার ৫ জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে।

এর মানে তাপপ্রবাহ সেখানে হবে বটে তবে সেই তীব্রতা নিয়ে নয়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ২ বর্ধমান ও বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

অন্যদিকে সোমবার থেকে রাজ্যের দক্ষিণভাগ বলেই নয়, উত্তরের জেলাগুলিও ভাল বৃষ্টি পেতে চলেছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। অনেক জায়গায় হাওয়ার গতি সোমবার ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হতে পারে।

মঙ্গলবার সেই ঝড়ের দাপট বেড়ে হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বৃষ্টিও ওইদিন অনেক জায়গায় বেশি হবে। আগামী সপ্তাহের শুরু থেকেই যে ঝড়বৃষ্টি শুরু হচ্ছে তাতে পারদেরও পতন হবে।

এখন যে ৪০-এর আশপাশে পারদ ঘুরে বেড়াচ্ছে তা থেকে মুক্তি মিলবে। বৃষ্টি কিন্তু কমবেশি আগামী শুক্রবার পর্যন্ত চলার কথা। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে।

ফলে আগামী সপ্তাহের শুরুতেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। যা এতদিনের দহন জ্বালায় প্রলেপ দিতে পারবে বলেই মনে করছেন সকলে। রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হবে।

Share
Published by
News Desk