কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বেড়াল, প্রতীকী ছবি
দক্ষিণবঙ্গ জ্বলছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই জ্বলছে বাংলার দক্ষিণভাগ। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ আগে শুরু হয়েছিল। তারপর এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে কলকাতাও তাপপ্রবাহের করাল গ্রাসের শিকার হয়।
দক্ষিণবঙ্গের এমন কোনও জেলা এখনও নেই যেখানে তাপপ্রবাহের সতর্কতা নেই। এমনকি উত্তরবঙ্গের নিচের দিকের ৩ জেলা ২ দিনাজপুর এবং মালদাও এই আগুনে তাপপ্রবাহের শিকার হয়।
দিন যাচ্ছিল। পুড়ছিল বাংলার সিংহভাগ। কিন্তু কোনও আশার আলো দেখাতে পারছিল না আবহাওয়া দফতর। অবশেষে মে মাসে পৌঁছে এবার সেই আশা জেগেছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবারই বাংলার ৭ জেলা থেকে বিদায় নেবে তাপপ্রবাহ। গাঙ্গেয় বঙ্গের কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে বিদায় নিলেও, বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। তবে ক্রমে তা প্রশমিত হবে।
এই স্বস্তির সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও মিলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের ৩ জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। উপকূলীয় জেলায় বৃষ্টির পাশাপাশি রবিবার থেকে আরও ৩ জেলায় বৃষ্টি হবে।
সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। রবিবার ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকার পাশাপাশি রবিবার গরম থেকেও কিছুটা রেহাই মিলবে।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এপ্রিলে জ্বলে পুড়ে যাওয়ার পর অবশেষে মে মাসে এসে স্বস্তির কালবৈশাখীর দিকে আপাতত চেয়ে আছেন দক্ষিণবঙ্গের মানুষ।