State

বৈশাখের প্রথম সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া, কি বলছে পূর্বাভাস

বাংলা নতুন বছরের শুরুর এক সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া। অসহ্য গরম নাকি মনোরম বৃষ্টি, কেমন যাবে আবহাওয়া। মিলল পূর্বাভাস।

Published by
News Desk

বাংলা নতুন বছরের শুরু মানে খাতায় কলমে গ্রীষ্মকাল শুরু। চৈত্রমাসেই একটা সপ্তাহ জুড়ে গরমের দাপটের ট্রেলার দেখিয়ে দিয়েছে প্রকৃতি। প্রাক গ্রীষ্মেই ত্রাহি ত্রাহি রব উঠেছিল রাজ্যের দক্ষিণভাগ জুড়ে।

তারপর আবহাওয়া কিছুটা বদলে মেঘলা আকাশ, গরমে লাগাম এবং টুকটাক বৃষ্টি মিশিয়ে চলছিল দিনগুলো। এবার চৈত্র শেষ গ্রীষ্ম শুরু। গ্রীষ্মে কেমন যাবে দিনগুলো।

আগুনে গরমে কতটা ভয়ংকর পরিস্থিতি হবে তা এখনও জানা না গেলেও বৈশাখের প্রথম ১ সপ্তাহ কেমন যাবে বাংলার আবহাওয়া তা জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী ৭ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং ক্রমে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে সর্বোচ্চ পারদের অঙ্ক। ফলে গরম যে তরতর করে বাড়বে তা অনুমেয়।

এই কদিনে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাস্তায় বার হলে সতর্ক থাকতে অনুরোধ করেছে আবহাওয়া দফতর। গরমের থেকে নিজেকে রক্ষা করতে যা করণীয় তা করতে হবে।

দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আগামী ৩ থেকে ৪ দিনে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে তাতে গরম থেকে রেহাই তেমন মিলবে না। বরং বৈশাখের প্রথম সপ্তাহেই গরম টের পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দক্ষিণবঙ্গ বাসীকে।

উত্তরবঙ্গের অবস্থা কিন্তু দক্ষিণবঙ্গের মত থাকবেনা। বরং উল্টোটাই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৈশাখের প্রথম সপ্তাহে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়া দুই দিনাজপুর ও মালদাতে বৃষ্টি ও শুকনো দিন মিশিয়ে থাকছে। তবে ওই ৩ জেলাতেও বৃষ্টির পূর্বাভাসটুকু আছে। ফলে দক্ষিণবঙ্গ বৈশাখের প্রথম সপ্তাহে যখন জ্বলবে, তখন অনেকটা রেহাইয়ের দিন কাটাবে উত্তরবঙ্গ।

Share
Published by
News Desk