State

পয়লা বৈশাখে অসহ্য গরম নাকি মনোরম বৃষ্টি, মিলল পূর্বাভাস

পয়লা বৈশাখ অসহ্য গরমে পুড়তে হবে, নাকি মেঘলা আকাশ, বৃষ্টি বছরের শুরুটায় মন ভাল করে দেবে? পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

পয়লা বৈশাখ বাংলা নববর্ষের আনন্দ এবার রবিবার। ফলে অনেকের মন একটু খারাপ ছুটিটা জলে গেল বলে। তবে তার চেয়েও মানুষের অনেক বেশি চিন্তা গরম কেমন থাকবে তা নিয়ে। গত বৃহস্পতিবারের মেঘে ঢাকা আকাশের পর শুক্রবারও মাঝেমধ্যে আলতো মেঘের আনাগোনা দেখা গেছে। তবে গরম শুক্রবার বেড়েছে।

এভাবেই কি ফের গরম বাড়বে? পারদ চড়বে? পয়লা বৈশাখ কেমন যাবে আবহাওয়া? এটা এখন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তীব্র গরম হলে পয়লা বৈশাখের আনন্দে কিছুটা হলে নষ্ট হবে। এ নিয়ে দ্বিমত নেই কারও।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিন্তু পয়লা বৈশাখের আবহাওয়ার পূর্বাভাস মিলেছে। আবহাওয়া দফতর বাংলা নববর্ষে রাজ্যের ৬ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বরং শুকনো থাকবে আবহাওয়া। তার মানে গরম ভালই থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পয়লা বৈশাখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, এই ৩ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর বাইরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। গরম থাকবে। ফলে যে মনোরম পরিবেশ পয়লা বৈশাখ পাবেন বলে আশায় ছিলেন সাধারণ মানুষ তার কোনও সম্ভাবনা নেই।

বরং বছর শুরুর উৎসবে গরম কিছুটা হলেও ভিলেন হবে। অনেক মানুষ বিভিন্ন দোকানে নিমন্ত্রণ রক্ষা করতে হাজির হন। তাঁরা গলদঘর্ম হতে পারেন।

Share