State

কালবৈশাখীর সম্ভাবনা, কোথায় কবে বৃষ্টি, মন ভাল করল পূর্বাভাস

টানা কয়েকদিন ধরে শুকনো প্রখর দাবদাহে জ্বলতে থাকা দক্ষিণবঙ্গবাসীর কাছে রবিবার দিনটা জোড়া আনন্দের হয়ে গেল। তবে এখানেই শেষ নয়। সুখবর দিয়েছে আবহাওয়া দফতর।

Published by
News Desk

কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের মানুষ যে তীব্র দাবদাহের দহন জ্বালা সহ্য করেছেন তা অনেকের কাছেই ভয়ের কারণ হয়ে উঠেছিল। এমন চলতে থাকলে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। আগুনে গরমে ঝলসে যাওয়ার অবস্থা হচ্ছিল রাস্তায়।

সেই পরিস্থিতি যে রবিবার বদলাবে সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস হুবহু মিলিয়ে রবিবার ভোর হলই মেঘে ঢাকা আকাশে।

রবিবারের ছুটি আর মেঘে ঢাকা আকাশ। জোড়া আনন্দে এদিন অলস ছুটিতে ঘুম অনেকেরই দেরিতে ভেঙেছে। সকাল থেকেই মেঘের পুরু আস্তরণে ঢাকা আকাশে গুড়গুড় শব্দ শোনা গেছে।

তবে বৃষ্টি যে খুব হয়েছে তা নয়। কোথায়ও কোথাও ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। কিন্তু একটা মনোরম ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে দিয়েছে সকলের। আবহাওয়া দফতর গোটা দক্ষিণবঙ্গের জন্যই রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।

অধিকাংশ জেলায় ঝড়ের গতি হতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। প্রধানত পুরুলিয়া, বাঁকুড়া, ২ মেদিনীপুর, ২ বর্ধমান ও বীরভূমে কালবৈশাখীর সম্ভাবনা বেশি। সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশ মেঘে ঢাকাই থাকবে।

রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি কমে ফের গরম বাড়বে। তবে ৪ জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার কিন্তু বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার।

দক্ষিণবঙ্গের জেলাগুলি যে দহন জ্বালায় জ্বলেছে তা উত্তরবঙ্গের জেলাগুলিকে সহ্য করতে হয়নি। সেখানে বৃষ্টিও হয়েছে কম বেশি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্তও সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে।

বুধবার ২ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বাকি উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গ মূলত শুকনো থাকার কথা।

Share
Published by
News Desk