State

স্বস্তির বৃষ্টি কবে, অবশেষে মিলল পূর্বাভাস

গ্রীষ্ম পড়ার আগেই যে অসহ্য উত্তাপে দগ্ধ হচ্ছে বাংলা তাতে সিঁদুরে মেঘ দেখছেন সকলে। এই পরিস্থিতিতে অবশেষে বৃষ্টির একটা আভাস মিলল।

Published by
News Desk

চৈত্রই টের পাইয়ে দিচ্ছে এবার গ্রীষ্মে কতটা গরম সহ্য করতে হতে পারে। কিন্তু চৈত্র প্রায় শেষের পথে, তবু কালবৈশাখীর দেখা নেই। বৃষ্টির দেখা নেই। গরমে ঝলসে যাচ্ছে চারধার। বেলা বাড়লে খোলা আকাশের নিচে থাকা অসম্ভব হয়ে পড়ছে।

পারদ প্রতিদিনই বেড়ে চলেছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে একটা ভাল বৃষ্টি। শহর থেকে গ্রাম, এখন সকলেই চেয়ে আকাশের দিকে আর আবহাওয়া দফতরের পূর্বাভাসের দিকে।

কবে একটু প্রাণ জুড়োনো বৃষ্টি পড়বে সেটাই সকলের জিজ্ঞাসা। আপাতত যে দুঃসহ গরম চলছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে শুক্রবারও তা বজায় থাকবে। শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

যার মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া। বাকি জেলায় কিন্তু শনিবার স্বস্তির বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে সেখানে গরম যে কমবে এমন নয়। তাপপ্রবাহের পরিস্থিতিও সেখানে বজায় থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তি মিলতে পারে রবিবার।

রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। যা ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

তাহলে কি রবিবার একদিন বৃষ্টি হয়েই ফের সোমবার থেকে যেমন কে তেমন গরম? আবহাওয়া দফতর কিন্তু পূর্বাভাসে জানাচ্ছে সোমবারও দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে।

ফলে শনিবার পর্যন্ত অসহ্য গরম সইতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে। তারপর মিলতে পারে বৃষ্টির স্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ শুক্রবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Share
Published by
News Desk