State

ঝড়বৃষ্টি বাড়বে, কতদিন তা চলবে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রবিবার সকালের দিকে মেঘলা থাকলেও বেলায় রোদ ওঠে। সোমবার আবার সকাল থেকে মেঘের গর্জনও শোনা গেছে। সঙ্গে হালকা বৃষ্টি।

Published by
News Desk

রাজ্যে একটা বৃষ্টির পরিবেশ, মেঘ মাখা আকাশ, টিপটিপ বৃষ্টি শুক্রবার সন্ধে থেকেই বজায় রয়েছে। যদিও সকালের মেঘে ঢাকা আকাশ বেলা বাড়লে রোদে ঝলমলিয়ে উঠছে। তবে গত সপ্তাহের শুরুতে আচমকা বাড়তে থাকা গরমটা আর নেই। বরং বেশ মনোরম পরিবেশ বজায় রয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মেঘ, বৃষ্টি আরও বাড়তে চলেছে। সঙ্গে ঝড় বইবে কয়েকটি জেলায়। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড় মঙ্গলবার আরও বাড়বে বলেই পূর্বাভাস।

মঙ্গল ও বুধবার ভালই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হবে।

মঙ্গল ও বুধবার যেখানে ঝোড়ো হাওয়ার গতি ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে, সেখানে বৃহস্পতি ও শুক্রবার ঝড়ের গতি সর্বোচ্চ ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

চৈত্র মাস চলছে। তাই এ সময় কালবৈশাখী কোনও নতুন বিষয় নয়। সেই পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। ফলে শুক্রবার পর্যন্ত এমন আবহাওয়াই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

যেখানে দক্ষিণবঙ্গ জুড়ে এমন ঝড় জলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, উত্তরবঙ্গের জন্য কিন্তু ততটা ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের সব জেলায় বরং শুকনো আবহাওয়াই বিরাজ করবে।

কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এর বেশি কিছু নয়। সেখানে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলার জন্যই মঙ্গল ও বুধবার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Share
Published by
News Desk