Kolkata

হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় জানাল আবহাওয়া দফতর

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর শুধু বৃহস্পতিবার বলেই নয়, সামনের কয়েকদিনেও কোথায় কবে কেমন বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিয়েছে।

Published by
News Desk

সোমবার থেকে গরমের তেজ বাড়তে শুরু করেছিল। কিন্তু বৃহস্পতিবার বদলে গেল আবহাওয়ার ধরন। সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল বাদ দিলে বাকি অংশে এদিন মেঘ ছিল সকাল থেকে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান বাদ দিলে বৃহস্পতিবার বাকি সব জেলাতেই হালকা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

শুক্রবার অবশ্য আবহাওয়া বদলে যাবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হলেও হতে পারে। বাকি সব জেলা শুকনো থাকবে।

কিন্তু শনিবার ফের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাসের পর অতটা না হলেও রবিবার দক্ষিণের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার কেবল ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।

দক্ষিণবঙ্গে যেখানে বৃহস্পতিবার থেকে আগামী ৫ দিনে হালকা থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে সেখানে উত্তরবঙ্গের সব জেলা আগামী ৫ দিন শুকনোই কাটাবে। কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাসও নেই।

Share
Published by
News Desk