Categories: Kolkata

বৃষ্টির পূর্বাভাস, বঞ্চিত কলকাতা

Published by
News Desk

অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এতে যদিও কলকাতাবাসীর উৎফুল্ল হওয়ার কোনও কারণ নেই। আগামী ২৪ ঘণ্টায় দুই মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্ভাস থাকলেও, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ওড়িশার ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা। কলকাতায় বৃষ্টি না হলেও মেঘ রোদের একটা খেলা চলবে। ফলে গরম কিছুটা হলেও কমবে। পাওনা বলতে ওইটুকুই। তবে গরম কিছুটা কমলেও বাড়বে আর্দ্রতা। যার জেরে আস্বস্তি আরও বাড়বে। এই মুহুর্তে কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

Share