Kolkata

বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া দফতর

মাঘে বর্ষার আমেজ। ২ দিন ধরে ঘ্যানঘ্যানে বৃষ্টি আর মেঘে ঢাকা আকাশ রাজ্যের মানুষের মন খারাপ করেছে। কবে পর্যন্ত চলবে বৃষ্টি, মিলল পূর্বাভাস।

Published by
News Desk

অস্বস্তিকর একটা বৃষ্টির পরিবেশ মানুষের মনখারাপ করে দিয়েছে। শীত আচমকাই উধাও হয়ে গেছে। সেখানে জায়গা করে নিয়েছে বৃষ্টি আর মেঘে ঢাকা আকাশ। এ যেন শীতকাল নয়, বর্ষাকাল। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে।

তবে শুক্রবার থেকে কিছুটা কাটবে এই পরিস্থিতি। যদিও কলকাতায় শুক্রবারও বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার।

দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুক্রবার বৃষ্টি নেই। আর শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। ঝলমলে রোদ উঠবে সব জায়গায়।

উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হবে। শনিবার থেকে সোমবার পর্যন্তও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ওই ৩ দিন তুষারপাতও হতে পারে দার্জিলিংয়ে।

কালিম্পংয়েও আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে আর বৃষ্টি হবেনা সেখানে।

বৃষ্টি শনিবার থেকে রাজ্যের সিংহভাগ অঞ্চল থেকেই বিদায় নিচ্ছে। বৃষ্টি কাটলে কি শীত ফিরবে? এ প্রশ্ন সকলের। আবহবিদেরা অবশ্য মনে করছেন সে সম্ভাবনা কম। জাঁকিয়ে শীত আর পড়বে কিনা সন্দেহ রয়েছে।

বরং শীত বিদায়ের পালা শুরু হয়ে যাবে। ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্তের জেরে উত্তর থেকে শীতের ঠান্ডা হাওয়া এ রাজ্যে প্রবেশ করতে পারছেনা। তার সঙ্গে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। সব মিলিয়ে শীতের দারুণ আমেজ হয়তো এ মরসুমে আর নাও মিলতে পারে।

Share
Published by
News Desk