ফাইল : শীতের দিল্লিতে বৃষ্টি, ছবি - আইএএনএস
একটা কনকনে ঠান্ডা টানা কাবু করে রেখেছিল রাজ্যবাসীকে। উত্তর ভারত থেকে বিনা বাধায় হুহু করে ঠান্ডা হাওয়া ঢুকে শীতলতা ক্রমশ বাড়াচ্ছিল। গত মঙ্গলবার ছিল কলকাতায় শীতলতম দিন। ১১ ডিগ্রির ঘরে নেমেছিল পারদ। যা থেকে পরিস্কার কলকাতাই যদি ১১-র ঘরে থাকে তাহলে জেলাগুলির পারদ আরও নেমেছিল।
এমন ঠান্ডা কিন্তু কার্যত ১ দিনের মধ্যেই অনেকটা বদলে গেল। বুধবার ৩ ডিগ্রির মত সর্বনিম্ন পারদ বেড়েছে কলকাতায়। আকাশ মেঘে ঢাকা পড়ে মঙ্গলবার বিকেলের পর থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে রাতের দিকে অনেক জায়গায় হালকা বৃষ্টিও হয়। বুধবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবারও উপকূলবর্তী জেলায় বৃষ্টি হবে। বাকি জায়গায় অবশ্য বৃহস্পতিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা শুকনোই থাকবে। তবে কি মেঘ বৃষ্টি কাটলেই ফের রোদ উঠবে, ঠান্ডা পড়বে? সে বিষয়টি এখনও পরিস্কারভাবে জানা যায়নি। তবে এবার মাঘে যে কনকনে ঠান্ডার লম্বা স্পেল খেলল আবহাওয়া তাও কিন্তু কম নয়।
বুধবার কলকাতায় সকালের দিকে রোদ উঠেছিল। জেলাগুলিতেও অনেক জায়গায় রোদের দেখা মিলেছিল। কিন্তু বেলা একটু বাড়তেই রোদ উধাও হয়ে ঘন মেঘ আর দোসর কুয়াশায় চারধার ঝাপসা করে দেয় কলকাতার। সঙ্গে অনেক জায়গায় ঝিরঝিরে বৃষ্টি হয়।
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…