ফাইল : শীতের দিল্লিতে বৃষ্টি, ছবি - আইএএনএস
এ রাজ্যে গত বৃহস্পতিবার পর্যন্তও ঠান্ডার রেশ মাত্র ছিলনা। বরং জানুয়ারিতে এমন গরম দেখে অনেকেই আফসোস করছিলেন আর বোধহয় এ বছর ঠান্ডাটা পড়ল না। কিন্তু তারপরেই আবহাওয়া বদলাতে শুরু করে। মাত্র ২ দিনের মধ্যে ৫ ডিগ্রি নেমে যায় পারদ। এখন কলকাতাতেই ১২ ডিগ্রির ঘরে ঘুরছে পারদ।
কলকাতার একটু বাইরেই পারদ আরও নেমেছে। এই শীতের প্রভাব সোমবারও বজায় থাকবে বলেই পূর্বাভাস। তবে আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আর বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্প মিশে বৃষ্টির আবহ তৈরি হতে শুরু করেছে।
আগামী সপ্তাহের বুধবারই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টি হবে। শুক্রবার থেকে অবশ্য বৃষ্টির সম্ভাবনা তেমন থাকছে না।
এদিকে বৃষ্টি নামা মানে কিন্তু এই দাপুটে শীতের কনকনে প্রভাব আর থাকবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। সেখানে একটা জোলো পরিবেশ তৈরি হতেই পারে।
মাঘ মাসে বৃষ্টির উদাহরণ নতুন নয়। তবে মাঘের শেষের দিকে বেশি বৃষ্টি হয়। মাঘ শুরুতেই বৃষ্টি কমই দেখা যায়। তবে তার আগে রবিবার ছুটির দিন এবং সোমবার মকরসংক্রান্তির দিন ঠান্ডা উপভোগে খামতি হবেনা।
মকরসংক্রান্তি মানেই গঙ্গাসাগরে পুণ্যস্নান। আবার কেন্দুলিতে অজয় নদের জলে পুণ্যস্নান। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় হাজারো পুণ্যার্থী তৈরি পুণ্যস্নানের জন্য।