State

এ সপ্তাহে রাজ্যে কোথাও বৃষ্টি তো কোথাও বরফ, মিলল পূর্বাভাস

নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যের আবহাওয়ায় বেশ কিছু বদল লক্ষ্য করা যাবে। কোথাও বৃষ্টি হবে তো কোথাও হবে তুষারপাত। কবে কোথায় ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

বছর সবে শুরু হয়েছে। এ সময়টা পশ্চিমবঙ্গে কনকনে ঠান্ডার সময়। কিন্তু কোথায় ঠান্ডা! ডিসেম্বরে বড়দিন থেকে বর্ষশেষের দিন সবই কেটেছে তুলনামূলক গরমে। ঠান্ডার পরশ ছিলনা। জানুয়ারির শুরুতেও সেই পরিস্থিতিতে খুব একটা বদল হয়নি। বছরের প্রথম সপ্তাহে আবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বছর শুরুতে সামান্য হলেও যে ঠান্ডার অনুভূতি বেড়েছে তাও ওই বৃষ্টির জন্য উধাও হবে। আরবসাগরে একটি নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে।

তার জেরে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতি থেকে দক্ষিণবঙ্গে গরমও বাড়বে। এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে বৃহস্পতিবার থেকে ঠান্ডার দাপট কমা, বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়া এবং বৃষ্টির যে পরিস্থিতির পূর্বাভাস মিলেছে তা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং উত্তরবঙ্গে দার্জিলিংয়ের একটা অংশে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

সপ্তাহের মাঝামাঝি থেকে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ফলে পর্যটকদের জন্য তা ভাল খবর। যাঁরা দার্জিলিংয়ে তুষারপাতের আনন্দ উপভোগ করতে চান তাঁদের আশা হয়তো এ সপ্তাহেই পূরণ হতে চলেছে।

তবে দক্ষিণবঙ্গে ক্রমে এভাবে যদি পৌষ মাস পার হয় তাহলে কনকনে ঠান্ডার সম্ভাবনা এ বছরের মত কমে যাবে বলেই অনুমান মানুষের। মাঘ মাসের কয়েকটা দিনে ঠান্ডা হয় ঠিকই, তবে পৌষেই কটাদিন অন্তত ভাল ঠান্ডা চাইছেন সাধারণ মানুষ।

Share
Published by
News Desk