Kolkata

শীত কোথায়, কবে ফিরবে কনকনে পরশ, মিলল পূর্বাভাস

বছর শেষ হওয়া এখন সময়ের অপেক্ষা। তার আগে শীত উধাও হয়েছে। ক্রমশ গরম বাড়ছে। বছরটা কি এভাবেই শেষ হবে, নাকি ঠান্ডা মিলবে? মিলল পূর্বাভাস।

Published by
News Desk

এ রাজ্যে শীতের আয়ু খুব বেশি দিনের নয়। তবে ভরা পৌষে শীতের আমেজ থাকে। কিন্তু সেই ভরা পৌষে শীতের আমেজ উধাও হয়েছে। বরং বেশ গরম রয়েছে এই শীতেও। অনেকেই গরম পোশাক ছাড়াই এদিন সকালের পর রাস্তায় বেড়িয়েছেন। বরং গরম পোশাক গায়ে থাকলে অস্বস্তি হচ্ছে।

ডিসেম্বরের শেষ লগ্নে এসে মানুষের এখন মনে ছুটির আমেজ। অফিস থাকলেও নতুন বছর পড়ার আগে পর্যন্ত সেই উদ্যমটা নেই। এই সময়টা একটু ঘুরে ফিরে আনন্দ করে, পিকনিক করে সময় কাটাতেই পছন্দ করেন সকলে।

আর তার জন্য তাঁদের প্রথম শর্ত হল জমিয়ে ঠান্ডা। একটা কনকনে শীত ভাব না থাকলে রোদ গায়ে মেখে খোলা আকাশের নিচে আনন্দটাই মাটি হয়ে যায়। এবার কিন্তু বছর শেষেও শীতের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহবিদেরা।

বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে পূবালী হাওয়া ঢুকছে। যা ঠান্ডা হাওয়াকে এ রাজ্যে প্রবেশে বাধা দিচ্ছে। ভোরের দিকে কুয়াশা থাকলেও ঠান্ডা সেভাবে নেই।

আবহাওয়া দফতর বছর শেষের মধ্যে এই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার প্রবণতায় বদল হবে বলে মনে করছেনা। এমন পরিস্থিতি বজায় থাকবে। ফলে বড়দিনের মতই পরিস্কার আকাশ এবং গরম ভাবের মধ্যেই কাটবে বছরান্ত।

কলকাতার বাইরে অবশ্য রাতের দিকে একটু ঠান্ডা ভাব থাকবে। তবে যাঁরা বছর শেষে দিনভর খোলা আকাশের নিচে আনন্দ করার কথা ভাবছিলেন তাঁদের রোদের তেজ সহ্য করতে হতে পারে। সকাল থেকে বিকেলের মধ্যে গরম পোশাকও সেভাবে দরকার পড়বে না বলেই মনে করা হচ্ছে।

Share
Published by
News Desk