Kolkata

পৌষের শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

Published by
News Desk

পৌষ শেষ হয় হয়। তবুও কলকাতায় শীতের দেখা নেই বলে অনেকেই আক্ষেপ করছিলেন। বেশ কিছুদিন ধরে তাপমাত্রার পারদও সেই অভিযোগকেই আরও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিল। কিন্তু মকরসংক্রান্তির আগে সেই আক্ষেপ ভুলিয়ে দেবে কনকনে ঠান্ডা। তাপমাত্রা নামবে ১২ ডিগ্রির আশপাশে। কাশ্মীর ও হিমাচলে প্রবল তুষারপাত শুরু হয়েছে। যার প্রভাব এ রাজ্যে পড়বে বলেই মনে করছেন আবহবিদেরা।

মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানে। ভেজা ঠান্ডা বাড়িয়েছে অস্বস্তি। কিন্তু এই মরসুমের ঠান্ডা উপভোগের সুযোগ নাকি কলকাতাবাসীর দোরগোড়ায় কড়া নাড়ছে। বুধবার থেকেই পড়তে শুরু করবে পারদ। যা সপ্তাহান্তে একটা দুরন্ত ঠান্ডার অনুভূতি উপহার দিতে চলেছে। এখন দেখার যে প্রকৃতি তার রূপ বদলায়, নাকি সত্যিই কলকাতা শীতের পোশাকে শরীর মোড়ার সুযোগ পায়।

Share
Published by
News Desk

Recent Posts