ফাইল : বৃষ্টিভেজা ভুবনেশ্বর, ছবি - আইএএনএস
সামনেই কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা। এদিকে হেমন্তের বাতাসে শীতের আলতো টান। রোদ বেলা বাড়লে গায়ে লাগলেও সকালের দিকে মন্দ লাগছে না। সব মিলিয়ে উৎসবের আনন্দকে আরও আনন্দময় করে তুলছে আবহাওয়া। কিন্তু তার মাঝেই ফের বৃষ্টির ভ্রুকুটি।
আবহাওয়া দফতর জানাচ্ছে রাজ্যের বড় অংশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে শনিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়া ছাড়া আর সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওই ৪ জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের রোদ ঝলমল দিনই থাকবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরের সব জেলায় বৃষ্টি হবেনা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে বৃষ্টি নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। কালিম্পংয়েও শনিবার পর্যন্তই বৃষ্টির সম্ভাবনা।
আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কেবল শুক্রবার বৃষ্টি হতে পারে। এরপর সেখানেও রোদ ঝলমল আবহাওয়া বিরাজ করার কথা। সব মিলিয়ে একটা হালকা বৃষ্টির জন্য রাজ্যকে তৈরি থাকতে হবে। তবে তা উৎসবের আনন্দ মাটি করার মত হবেনা বলেই মনে করছেন আবহবিদেরা।
অন্যদিকে হালকা হলেও এই বৃষ্টির ধাক্কা চলে যাওয়ার পর পারদ ফের নামা শুরু করবে রাজ্যের জেলাগুলিতে। শীতের পরশ আরও বাড়তে পারে।