Kolkata

৪ জেলায় কমলা সতর্কতা জারি, বৃষ্টির দাপট কতদিন পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে যে প্রবল বৃষ্টি শনিবার থেকে দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়েছে তা কতদিন অব্যাহত থাকবে তার একটা আন্দাজ মিলল।

Published by
News Desk

উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত যে নিম্নচাপের রূপ নেবে তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। সেই কথাই সত্যি করে ইতিমধ্যেই সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নিয়েছে। ক্রমে তা এবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে চলে আসছে। এই নিম্নচাপের জেরে শনিবার ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।

উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বেশি। সুন্দরবন অঞ্চলে অনেক জায়গায় জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। বাঁকুড়ায় প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই ৪ জেলায় অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট খুব কম হবে না।

ভারী বৃষ্টির সতর্কতা সব জেলার জন্যই রয়েছে। বৃষ্টির দাপট মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

কলকাতায় শনিবার ভোর থেকে ঝেঁপে বৃষ্টির জেরে অনেক রাস্তায় জল জমে যায়। সপ্তাহান্ত হওয়ায় মানুষের সমস্যা কম হয়েছে। অনেকের অফিস ছিলনা। সোমবার গান্ধী জয়ন্তী থাকায় ওইদিনও ছুটি। ফলে ফের কর্মদিবস আবার মঙ্গলবার। তারমধ্যে প্রবল বৃষ্টি সাধারণ মানুষের জন্য খুব সমস্যার কারণ নাও হতে পারে।

তবে এই বৃষ্টি মাটি করে দিয়েছে পুজোর বাজার। পুজো আর ৩ সপ্তাহের অপেক্ষা। তার আগে মানুষ পুজোর বাজার এবার সেরে ফেলতে চাইছেন। কিন্তু বৃষ্টি সব মাটি করে দিয়েছে।

মানুষ বাজার করতে খুব বেশি বার হননি। ফলে বিক্রেতাদের পুজোর মুখেও মন খারাপ। এদিকে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk