Kolkata

আষাঢ়স্য প্রথম দিবসে ৯ জেলায় তাপপ্রবাহের ইঙ্গিত, আবার ভরসাও দিচ্ছে পূর্বাভাস

এমন আষাঢ়স্য প্রথম দিবস বড় একটা দেখা যায়না। খাতায় কলমে বর্ষা শুরু হলেও বাস্তবে এক ঘামে ভেজা উষ্ণ দিনই প্রাপ্তি। তবে ভরসা দিচ্ছে পূর্বাভাস।

Published by
News Desk

একদম ভোরের দিকে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তাতে অসহ্য পরিবেশের কোনও পরিবর্তন হয়নি। মাঝে মাঝে মেঘের আনাগোনাও গরমে রাশ টানতে ব্যর্থ।

জ্যৈষ্ঠ শেষ করে এদিন আষাঢ় মাসের প্রথম দিন। কালিদাসের ব্যাখ্যায় আষাঢ়স্য প্রথম দিবস। যা অল্প হলেও বৃষ্টি ভেজা হয়ে থাকে বলেই জানেন সকলে। কিন্তু এবার সে বৃষ্টির দেখা নেই। বরং অসহ্য গরমে গলদঘর্ম দশা মানুষের।

আষাঢ়ের প্রথম দিনেও এমন গরমের তাত, চরম অস্বস্তি অচেনা আষাঢ়ের গল্প শোনাচ্ছে। তবে আবহাওয়া দফতর এর মাঝে আশার আলো দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অতি অস্বস্তিকর আবহাওয়া থাকলেও তার মাঝে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ৯ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ দিন তো বটেই।

তারমধ্যে এর কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলিতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই। সব মিলিয়ে বৃষ্টির আগমনের যাবতীয় অবস্থা তৈরি।

এদিকে দক্ষিণবঙ্গ যখন আষাঢ়ের শুরুতেও বৃষ্টির অপেক্ষায়, তখন উত্তরবঙ্গে দারুণ বৃষ্টি হচ্ছে। বরং অতিবৃষ্টির একটা চিন্তা সেখানে পেয়ে বসেছে। উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Share
Published by
News Desk