Kolkata

প্রবল গরমের মাঝে এবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় বৃষ্টি জানাল আবহাওয়া দফতর

প্রবল গরমে নাভিশ্বাস ওঠা মানুষজনের জন্য স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। কবে কোথায় বৃষ্টি মিলল পূর্বাভাস।

Published by
News Desk

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোকার ধাক্কায় পশ্চিমবঙ্গে হুহু করে গরম বাতাস ঢুকছে। যা তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি করছে। পশ্চিমের জেলাগুলিতে তো তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছেই, এমনকি পারদ চড়ছে কলকাতাতেও।

অসহ্য গরমে জ্বলতে থাকা শহর হোক বা গ্রাম, সকলেই চাইছে বৃষ্টি নামুক। একটু স্বস্তি মিলুক। অবশেষে সেই বার্তা দিল আবহাওয়া দফতর।

কলকাতায় শনিবারই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ ওইদিন বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায়।

রবিবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে তার আগে বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে যেমন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, তেমনই ৪ জেলায় বৃষ্টিরও।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণের কোনও জেলাতেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই।

বরং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। শুক্রবারের পর দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত কোনও জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

অন্যদিকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। সোমবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Share
Published by
News Desk