Kolkata

প্রবল বৃষ্টিতে ভিজল শহর থেকে গ্রাম, এমন বৃষ্টি কি চলবে, মিলল পূর্বাভাস

অসহ্য গরম। তারপর মেঘলা দিন। ঠান্ডা হাওয়া। অল্প বৃষ্টি। ফের ভ্যাপসা গরম। এইভাবে বদলাতে থাকা আবহাওয়া অবশেষে ঝেঁপে বৃষ্টি পেল। কেমন থাকবে আগামী দিনগুলোর আবহাওয়া।

Published by
News Desk

চৈত্র শেষ এবং বৈশাখের প্রথম দিকে যে অসহ্য প্রাণান্তকর গরম দেখে এসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ তাতে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল। তারপর গত সপ্তাহে আবহাওয়ায় বদল আসে। কিন্তু ঝেঁপে বৃষ্টি হয়নি।

গরম অবশ্য মেঘলা আকাশের কৃপায় কিছুটা প্রশমিত হয়। তারপর থেকে রোদ এবং ভ্যাপসা গরম বাড়তে থাকে। সেই অবস্থায় বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে মেঘ ছাইতে থাকে। বিকেল নামার সঙ্গে সঙ্গে সেই মেঘের চাদর পুরু হয়ে ঝোড়ো হাওয়া শুরু হয়।

ঠান্ডা হাওয়া প্রাণ জুড়িয়ে দিতে থাকে জ্বলতে থাকা শরীর মনের। তারপর নামে সেই বহু কাঙ্ক্ষিত বারিধারা। প্রবল বৃষ্টিতে ঝাপসা হয়ে যায় শহরের রাস্তাঘাট। সঙ্গে দমকা হাওয়ায় বৃষ্টির ছাট উথালপাতাল করতে থাকে।

অন্ধকার হয়ে আসে চারধার। এমন এক ঝেঁপে বৃষ্টিতে শহরের প্রাণ জুড়িয়েছে সন্দেহ নেই। কিন্তু সেইসঙ্গে একটি প্রশ্নও সকলের মনে উঁকি দিচ্ছে। ফের সেই গরমটা ফিরবে না তো? উত্তর অবশ্য মিলেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ৩-৪ দিন এমন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার অবশ্য কলকাতা, হাওড়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ২ বর্ধমান ও হুগলিতে সেই সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে টানা ৪ দিনই এমন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

শুক্রবার বাদ দিলে কলকাতা সহ হাওড়া, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ২ বর্ধমান ও হুগলিতেও সেই সম্ভাবনা থাকছে। ফলে এখনই সেই পুড়তে থাকা গরম ফেরার সম্ভাবনা কম।

Share
Published by
News Desk