Kolkata

কলকাতায় কবে থেকে বৃষ্টি, তাপপ্রবাহে ইতি কবে, স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

গরমে পুড়তে থাকা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। সেইসঙ্গে এই প্রতিদিনের তাপপ্রবাহ থেকে মুক্তি কবে তাও জানাল।

Published by
News Desk

গরমে ঝলসে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পারদ ৪০ ডিগ্রির ওপর থাকাটাই এখন স্বাভাবিক হয়ে গেছে মানুষের কাছে। যে ৪০ ডিগ্রি অনেক গ্রীষ্মে কলকাতা ছোঁয় না সেই পারদ একাধিক দিন টানা ৪০ ডিগ্রির ওপর থেকেছে।

সেইসঙ্গে আর্দ্রতাহীন শুকনো গরমের সঙ্গে পরিচিতি না থাকলেও এবার সেটাই হচ্ছে। তবে এই প্রবল দাবদাহ থেকে আপাত মুক্তির এক স্বস্তির বার্তা দিতে পেরেছে আবহাওয়া দফতর। যা জানলে অনেক মানুষের মন ভাল হয়ে যাবে।

এমনিতেই বৃহস্পতিবার গরম থাকলেও মাঝে মাঝে আকাশে মেঘের দেখা মিলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে তাপপ্রবাহ আগামী শুক্রবার পর্যন্ত বজায় থাকলেও শনিবার থেকে তাপপ্রবাহ সহ্য করার পরিস্থিতি আর থাকবেনা।

তবে শনিবার কলকাতা বৃষ্টিও পাবেনা। বৃষ্টি পাবে আগামী রবিবার ও সোমবার। এই ২ দিনে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার কলকাতায় না হলেও বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে।

রবিবার ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা জানার পরই মন ভাল হতে শুরু করেছে গরমে কেবল শারীরিক নয়, মানসিকভাবেও ভেঙে পড়া, ঝিমিয়ে পড়া মানুষজনের।

শনিবার থেকে আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলেছে। তাপপ্রবাহের সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায়। তবে শনিবারও ৪টি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

সেই জায়গাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। নদিয়ায় ওইদিন তাপপ্রবাহের সম্ভাবনাও যেমন কিছু জায়গায় রয়েছে তেমন ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Share
Published by
News Desk