দিল্লিতে একটু উষ্ণতার খোঁজ, ছবি - আইএএনএস
ডিসেম্বর জুড়ে শীতটাই গায়েব হয়ে গিয়েছিল। পারদ পতন তো দূর বরং ডিসেম্বরের শেষে পারদ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ফলে আয়েশ করে গরম পোশাকে শরীর মুড়ে শীত উপভোগের আশা প্রায় ছাড়তে বসেছিলেন বঙ্গবাসী। বিশেষত কলকাতা ও তার আশপাশের এলাকায় তো শীত প্রায় ছিলই না।
ফলে এ বছরের মত শীতের আশা ছাড়তে বসেছিলেন বঙ্গবাসী। অবশ্য সেই পরিস্থিতি অনেকটাই ঘুরে যায় জানুয়ারির শুরুতে। জানুয়ারির শুরু থেকেই পারদ পতন শুরু হয়।
এখন কলকাতা সহ বাংলা জুড়েই ঠান্ডার পরশ ক্রমশ কাঁপুনি ধরাচ্ছে। আবহাওয়া দফতর বলছে পারদ আরও নামবে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতায় পারদ পৌঁছে যেতে পারে ১২ ডিগ্রিতে বলে মনে করছেন আবহবিদেরা।
ফলে একেবারেই ঠান্ডার পরশ না দিয়েই যে শীত বিদায় নেবে তা হয়তো হচ্ছেনা। এদিকে আবহাওয়া দফতর কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে।
রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। প্রসঙ্গত কোনও জায়গায় সে সময়ের স্বাভাবিক তাপমাত্রা যদি ৫ ডিগ্রির নিচে নেমে যায় তখন সেখানে শৈত্যপ্রবাহ হচ্ছে বলে ধরে নেওয়া হয়।
পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কাঁপুনি আরও বাড়বে। এরমধ্যেই সিকিমে তুষারপাত শুরু হয়েছে। ফলে শীতে সিকিম বেড়াতে যাওয়া মানুষজন বেজায় খুশি।