ফাইল : কলকাতায় বৃষ্টি, ছবি - আইএএনএস
বঙ্গে বর্ষার পা পড়েছে ঠিকই, তবে তা এখনও উত্তরবঙ্গেই আটকে রয়েছে। দক্ষিণবঙ্গের এখনও পাওনা ভ্যাপসা গরম, অস্বস্তি, চরম ক্লান্তি আর দরদর করে ঘাম।
আকাশে পাতলা মেঘের আস্তরণ আশা জাগাচ্ছে প্রতিদিন। কিন্তু বৃষ্টি হচ্ছেনা। যদিও এবার আবহাওয়া দফতর আশার আলো দেখিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বর্ষা দক্ষিণবঙ্গে ঢোকা এখন সময়ের অপেক্ষা। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষার আগমন হবে দক্ষিণে।
আগামী বুধবার শেষে হচ্ছে খাতায় কলমে গ্রীষ্মকাল। জ্যৈষ্ঠের সমাপ্তি হচ্ছে ওই দিন। বৃহস্পতিবার পয়লা আষাঢ়। সব ঠিকঠাক এগোলে এবার একেবারে হিসাব মেনে বর্ষার প্রবেশ হতে পারে দক্ষিণবঙ্গে। একদম বর্ষাকালের প্রথম দিন আষাঢ়স্য প্রথম দিবসেই বর্ষার পা পড়তে পারে রাজ্যের দক্ষিণ অংশে।
যদিও এটা অনুমান মাত্র। ৩-৪ দিন পর বর্ষার প্রবেশ হলে তা বৃহস্পতিবার হতেই পারে। তবে বর্ষার প্রবেশ আষাঢ়ের প্রথম দিনেই হোক কি জ্যৈষ্ঠের শেষ দিনে, তাতে আমজনতার কিছু যায় আসেনা।
বরং তাঁরা এখন চাইছেন এবার বৃষ্টি নামুক। তাতে পরিবেশটা বদলাবে। এই চরম অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই মিলবে। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।
এদিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। আগামী সপ্তাহে সেখানে বর্ষা বাড়তে পারে বলেই মনে করছে হাওয়া অফিস। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়েই হয়তো আগামী সপ্তাহে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে।