ফাইল : বৃষ্টি
বৈশাখের এক সপ্তাহ অতিবাহিত। এখনও কালবৈশাখীর দেখা নেই। চৈত্রেও হয়নি। বৈশাখেও দেখা নেই। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় দীর্ঘদিন বৃষ্টিও নেই।
সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতি। এই অবস্থায় শুক্রবারের জন্য স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে চলেছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জেলায়।
কলকাতাও সেই তালিকায় রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় সকালের দিকে মেঘের আস্তরণ নজর কাড়ছে গত কয়েকদিনে। কিন্তু বেলা বাড়লে চড়া রোদ উঠছে। চড়ছে পারদ। দুপুরে রাস্তায় থাকা দায় হচ্ছে। সঙ্গে দরদর করে গড়াচ্ছে ঘাম। যার জেরে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন।
শুধু শুক্রবার বলেই নয়, শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে পরিস্থিতি ফের ঘুরবে। ওইদিন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে শুক্র ও শনিবার যদি বৃষ্টি হয় তাহলে তার হাত ধরে পারদ বেশ কিছুটা নেমে যাবে। স্বস্তি পাবেন বঙ্গবাসী। এখন সকলেই চাইছেন পূর্বাভাস মিলে বৃষ্টি নামুক শহরে গ্রামে।
বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাই বৃষ্টি যে নামতেই পারে তা মেনে নিতেও বাধা নেই। কিন্তু এখনও সেই বৃষ্টি চোখে দেখা যায়নি। তাই এখন বৃষ্টির জন্য অপেক্ষায় পুড়তে থাকা দক্ষিণবঙ্গ।