Kolkata

ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় বৃষ্টি, মিলল ইঙ্গিত

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গে শুরু হয়ে তা দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে। কবে থেকে ফের বিরূপ হবে আবহাওয়া, মিলল ইঙ্গিত।

Published by
News Desk

পশ্চিমবঙ্গে কী এবার মাত্র ২টি ঋতুই বিরাজ করবে? গ্রীষ্ম আর বর্ষা! অন্তত পৌষ, মাঘেও বৃষ্টির পিছু না ছাড়া প্রবণতা থেকে তেমনই মনে করতে শুরু করেছেন বিরক্ত সাধারণ মানুষ।

বর্ষার সময় এমনিতেই প্রবল বৃষ্টির মুখে পড়তে হয়েছে। সেটা বর্ষাকাল ছিল। কিন্তু তারপর শরত, হেমন্তেও বর্ষা দফায় দফায় হানা দিয়েছে। এমনকি শীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি।

এক সপ্তাহ হয়েছে একদফা বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে রাজ্য। এখন ঝলমলে রোদে পারদ পতনও উপভোগ্য। তারমধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি। সপ্তাহ শেষে এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এবারও ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা। যা ক্রমে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। যার হাত ধরে গতবারের মত ফের বঙ্গোপসাগর থেকে হুহু করে প্রবেশ করতে শুরু করবে জলীয় বাষ্প। তার জেরে মেঘের সঞ্চার হবে রাজ্য জুড়ে। যা অনেক জায়গায় বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে।

আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে। ক্রমে তা দক্ষিণবঙ্গেও ছড়াবে। দক্ষিণবঙ্গে আগামী রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর ফের আকাশ পরিস্কার হবে বলেই মনে করছেন আবহবিদেরা।

এক সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে সেখানে একদিন অনেক জায়গায় প্রবল শিলাবৃষ্টি হয়েছিল। এবারও সেই শিলাবৃষ্টি পেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গা বলে পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।

উত্তর ভারত জুড়েই হাল্কা বৃষ্টির পরিস্থিতি রয়েছে। তার প্রভাব এবার এ রাজ্যেও পড়তে চলেছে। যার হাত ধরে উধাও হবে শীত। চড়তে থাকবে পারদ। তবে বৃষ্টি কাটলে ফের শীত পড়তে পারে।

Share
Published by
News Desk