Kolkata

বৃষ্টি থেমে ঠান্ডা কবে থেকে, এবার শীতই বা কেমন, জানাল হাওয়া অফিস

নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী জানতে চাইছেন কবে থেকে এসব মিটে শীত পড়বে? তার উত্তর এদিন দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা।

Published by
News Desk

নিম্নচাপের বৃষ্টিতে অগ্রহায়ণের শেষে এখন শ্রাবণের অনুভূতি। তা অবশ্য ২ দিনের মধ্যে কেটে যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু বৃষ্টি কেটে রোদ উঠলে কী ঠান্ডা বাড়বে? এ বছর কেমন শীত উপভোগের সুযোগ পাবেন বঙ্গবাসী? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

এদিন সঞ্জীববাবু জানান, নিম্নচাপ কেটে যাবে মঙ্গলবারের মধ্যে। তারপর আবহাওয়ার উন্নতি হবে। তবে ঠান্ডা পড়তে পড়তে ১১ ডিসেম্বর হয়ে যাবে।

আগামী ১১ ডিসেম্বর থেকে পারদ কিছুটা নামবে। ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। তবে তা হবে ধীরে ধীরে। ফলে যা দাঁড়াচ্ছে তাতে পৌষের শুরুটা ঠান্ডা দিয়েই হবে।

তাহলে এবার শীত কবে থেকে পড়তে চলছে? কেমন শীত পড়বে এবার? উত্তরে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন ১১ ডিসেম্বরের পর থেকেই মোটামুটি শীতের অনুভূতি এসে যাবে। তবে এ বছর রাজ্যে শীত থাকবে স্বাভাবিক অথবা পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

এই পূর্বাভাস আগেই দিয়ে দিয়েছে মৌসম ভবন। তারা জানিয়ে দিয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে শীত এবার স্বাভাবিক হবে বা তার চেয়ে কম হবে।

ফলে এবার যে চুটিয়ে শীত উপভোগের সুযোগ রয়েছে তেমনটা নয়। তবে স্বাভাবিক শীত থাকলেও নেহাত মন্দ যাবেনা শীতের দিনগুলো। এখন দেখার যে ক্ষণিকের শীত কতদিন এ রাজ্যের মানুষকে আনন্দ দেয়।

Share
Published by
News Desk