ফাইল : বৃষ্টি ভেজা কলকাতা, ছবি - আইএএনএস
নিম্নচাপের বৃষ্টি সেই যে শুক্রবার বিজয়ার দিন বিকেল থেকে শুরু হয়েছে তা হয়েই চলেছে। রবিবার সন্ধে থেকে তার দাপট আরও বেড়েছে রাজ্যের উপকূলীয় এলাকা সহ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
সোমবার সকাল থেকে কার্যত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কমবেশি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘে ঢাকা। পুজোর পর সোমবার থেকে রাজ্য সরকারি অফিসের দরজা না খুললেও অন্য অফিস খুলে গেছে।
এদিকে সোমবার থেকে একটানা বৃষ্টিতে নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। অফিসমুখী যাত্রীরা সকালে সমস্যায় পড়েন বৃষ্টির জন্য। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে বৃষ্টি চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বইছে। ফলে বিশেষত উপকূলীয় এলাকায় দমকা বাতাসের দাপট রয়েছে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছে।
দক্ষিণবঙ্গ হয়ে এই বৃষ্টি উত্তরবঙ্গে পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১৮ অক্টোবর কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। অন্য জেলাতেও বৃষ্টি হবে।
১৯ অক্টোবর মঙ্গলবারও কলকাতায় বৃষ্টি হবে। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ২০ অক্টোবর কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি মূলত হবে বীরভূম ও মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির জেরে ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। ২০ অক্টোবর বৃষ্টি কিছুটা সরে কোচবিহার ও আলিপুরদুয়ারে হবে।