Entertainment

চুম্বনে নবদম্পতি, রণবীরের সঙ্গে বিয়ের পর আলিয়া নিজেই ফটো দিলেন সোশ্যাল সাইটে

রণবীর কাপুর ও আলিয়া ভাট অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। তাঁদের বিয়ের ফোটো নিজেই সোশ্যাল সাইটে তুলে দিলেন আলিয়া ভাট।

Published by
News Desk

রণবীর যে তাঁর জীবনের স্বপ্নের পুরুষটার নাম, তিনি যে রণবীরকেই বিয়ে করতে চান তা অনেক জায়গায় খোলাখুলিই জানিয়ে দিয়েছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট। কিন্তু সেই বিয়েটা কবে হবে? এটা কেবল বলিউডের প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল গোটা দেশের।

অবশেষে সেই স্বপ্ন পূরণ হল আলিয়ার। রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। বৃহস্পতিবার বিয়ের পর আলিয়া নিজেই তাঁদের বেশ কিছু মুহুর্ত শেয়ার করলেন সোশ্যাল সাইটে।

জানালেন, যে বারান্দায় বসে তাঁদের বিয়ের আগের প্রেমপর্বের ৫ বছর কেটেছে, সেই সবচেয়ে পছন্দের বারান্দাটাতেই এদিন তিনি ও রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

নবদম্পতির পরনে এদিন ছিল ক্রিম রংয়ের বিয়ের পোশাক। সঙ্গে ছিল সোনার ঝলকানি। আলিয়া লিখেছেন, পরিবারের লোকজন আর বন্ধুদের দিয়ে পরিবেষ্টিত হয়ে এদিন সাতপাকে বাঁধা পড়েন তিনি।

তাঁর এবং রণবীরের বহু স্মৃতি এদিন রোমন্থন করেন বলিউডের অন্যতম তারকা আলিয়া ভাট। যে ছবিগুলি তিনি শেয়ার করেছেন তাতে কোথায় দেখা গেছে রণবীর ও আলিয়া চুম্বনে আবদ্ধ, কোথাও রণবীর কোলে তুলে নিয়েছেন আলিয়াকে, কোথাও আলিয়ার কপালে চুম্বন করছেন রণবীর, কোথাও ২ জনের হাতে হাত।

আলিয়া যে এই বিয়েতে কতটা খুশি তা তাঁর প্রাণখোলা হাসি থেকেই স্পষ্ট হয়েছে। নিমন্ত্রিতদের মধ্যে এদিন দেখা গেছে করিনা, করিশ্মা, রণবীরের দিদি ঋদ্ধিমা, অয়ন মুখোপাধ্যায়, মুকেশ আম্বানির ছেলে বৌমা আকাশ ও শ্লোকা প্রমুখকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk