Entertainment

৭০ কেজি, করে দেখালেন আলিয়া ভাট

Published by
News Desk

দেখলে কিন্তু বোঝা মুশকিল যে এই হাল্কা শরীরের সুন্দরী এমন ভয়ংকর কাণ্ডও করে দেখাতে পারেন। কিন্তু ভিডিও তো তাই বলছে। ৭০ কেজি ওজন তুলে ফেললেন এই বলিউড নায়িকা। তাঁর শরীর চর্চার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই আপলোড করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল। এই বিশাল ওজন যে আলিয়া ভাট তুলতে পারেন এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেননা।

আলিয়া ভাট কিন্তু শুধু ওজন তুলেই চমকে দেননি। তিনি লম্বা লাফ মারাতেও যে ওস্তাদ তা বুঝিয়ে দিয়েছেন। ২ ফুট বক্স লাফ ৫০ বার করে দেখিয়েছেন তিনি। এমন শরীর চর্চা যথেষ্ট তারিফের দাবি রাখে। আলিয়ার এই শরীরচর্চা অনেককে উদ্বুদ্ধও করেছে। ফলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওজন তোলার সময় আলিয়া ক্যামেরার দিকেও একবার চেয়ে নেন।

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের জুটিতে ব্রহ্মাস্ত্র আসার অপেক্ষায়। এমনও কানাঘুষো রয়েছে যে রণবীরের সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া। যে ইচ্ছের কথা প্রকাশ্যে বলেছেন মহেশ কন্যা। ব্রহ্মাস্ত্র-এ আলিয়া-রণবীর ছাড়াও থাকছেন অমিতাভ বচ্চন। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমা একটি অ্যাডভেঞ্চার কাহিনির ওপর তৈরি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Alia Bhatt

Recent Posts