Entertainment

স্টান্ট দিতে গিয়ে গুরুতর জখম আলিয়া

Published by
News Desk

২৫ তম জন্মদিনটা বিদেশের বুকে হইহই করে কেটেছে আলিয়া ভাটের। শ্যুটিংয়ের ফাঁকে ছবির বাকি কলাকুশলীদের সঙ্গে ভালই সময় কাটছিল তাঁর। বুলগেরিয়াতে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন আলিয়া। ছবিতে বরফের ওপর স্টান্ট করার একটা দৃশ্য রয়েছে। ডামি দিয়ে নয়, মঙ্গলবার সকালে সেই স্টান্ট করতে নিজেই আসরে নামেন ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। আর সেখানেই ঘটে বিপত্তি। টাল সামলাতে না পেরে জমাট বাঁধা বরফের চাঁইয়ে পড়ে যান আলিয়া। কাঁধে, পিঠে গুরুতর চোট পান তিনি।

শরীরের আঘাত পাওয়া জায়গায় রক্ত জমাট বেঁধে যায় বলে খবর। এরপরেই সোজা ‘প্যাক আপ’ ঘোষণা করে দেন ‘ব্রহ্মাস্ত্র’-র পরিচালক। চোটের কারণে আপাতত ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আলিয়াকে। তারপর ফের তিনি শ্যুটিংয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Alia Bhatt