ফাইল : রণবীর কাপুর, ছবি - আইএএনএস
স্বামী রণবীর কাপুরকে নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া ভাট এবার একটি গোপন কথা ফাঁস করে দিলেন। যদিও কথাটা রণবীরকে নিয়ে হচ্ছিল না। হচ্ছিল তাঁদের মেয়ে রাহাকে নিয়ে। করণ জোহরের একটি শোতে এসে আলিয়া জানান, রণবীর মেয়ে রাহাকে খুব ভালবাসেন। রাহার সঙ্গে খেলা করে।
রাহাকে জ্বালাতনও করেন। রাহার সঙ্গে নানা ধরনের খেলায় মেতে থাকেন। আবার মাঝে মাঝে শুধু মেয়েকে দেখতে থাকেন। তবে তার সঙ্গে আরও একটি কাজে দারুণ পটু রণবীর। আলিয়া জানান, মেয়ের খাবার শেষ করার পর তাকে ঢেকুর তোলাতে দারুণ দক্ষ রণবীর। যেটা পারেন না সেটা হল রাহাকে খাওয়াতে।
প্রসঙ্গত যে কোনও শিশুর জন্যই খাবার পর ঢেকুর তোলানো জরুরি। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মায়েরা এ কাজে সাধারণত পটু হন। বাড়ির বয়স্ক মহিলারাও এটি ভাল বোঝেন এবং পারেন।
কিন্তু রণবীরও যে এটা দারুণভাবে পারেন তা সকলের সামনে জানিয়ে দিলেন আলিয়া। অবশ্যই মেয়ে রাহাকে নিয়ে রণবীর ও আলিয়া খুবই সচেতন। এমনকি রাহার ছবি কেউ দেখুক এটাও চাননি তাঁরা। যদিও একটি ছবি ফাঁস হয়ে যায়।
মেয়েকে সঙ্গ দেওয়ার পাশাপাশি তাঁরা নিজেদের অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন। রণবীর ও আলিয়াকে একসঙ্গে শেষ দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ সিনেমায়। স্বামীস্ত্রী ২ জনই বলিউডের প্রথমসারিতে রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা