SciTech

আশপাশেই এমন এক জিনিস রয়েছে যার রং সারাদিনে ৪ বার বদলায়

সারাদিনে ৪ রকম রং দেখতে পাওয়া যায় তার। একেবারেই মামুলি অতি চেনা একটি এমন জিনিস যা প্রায়ই দেখতে পাওয়া যায়। বিশেষত শহরের বাইরে।

Published by
News Desk

রং বদলে সিদ্ধহস্ত গিরগিটি। এটা তো সকলের জানা। কিন্তু এমন একটি জিনিস রয়েছে যা শহরে কম দেখা গেলেও গ্রামাঞ্চলে গেলেই যথেষ্ট দেখতে পাওয়া যায়। যা শহর থেকে গ্রাম, সর্বত্র বসবাসকারী মানুষের খুব চেনা। তার রং বদলে যায়। সারা দিনে তার রং ৪ বার বদলে যায়।

কখনও সবুজ, কখনও কালো, কখনও নীল তো কখনও সাদা মনে হয়। এ জিনিস সকালে সবুজ দেখায়। বেলা বেড়ে দুপুর নামলে তা সবুজ থেকে কালচে দেখতে লাগে।

আবার যখন সূর্য ডোবার সময় আসে। বিকেল নামে। তখন তার রং নীলচে হয়ে যায়। এরই আবার রং বদলে যায় রাত নামলে। তখন তাকে সাদা মনে হয়।

৪ বার রং বদলে যাওয়া বস্তুটি আর কিছুই নয় এক ধরনের শ্যাওলা। যাকে পরিভাষায় অ্যালগি বলা হয়। এই শ্যাওলা সকালে সবুজ রংয়ের দেখতে লাগে। সেটাই যখন দুপুর নামে তখন কালচে হয়ে যায়। আবার বিকেলে সেটাই নীল দেখতে লাগে। আর রাতে সেই শ্যাওলাই হয়ে যায় সাদা।

শ্যাওলার মত মামুলি এক জলজ উদ্ভিদ এতটাই অবাক করা। যদিও তার এই রং বদলের সঙ্গে অনেকেই অভ্যস্ত। তাই তাঁদের চোখে এটা কোনও আশ্চর্য বিষয় নয়।

কিন্তু যাঁরা দেখেননি তাঁদের অবাক লাগতে বাধ্য। পৃথিবীতে অসংখ্য রকমের গাছ, জলজ উদ্ভিদ রয়েছে। তাদের এমন রং বদল কিন্তু নজরে পড়েনা। যা এই বিশেষ ধরনের শৈবাল বা অ্যালগির ক্ষেত্রে ধরা পড়ে।

Share
Published by
News Desk