World

আলাস্কা উপকূলে তীব্র ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৯, সুনামি সতর্কতা জারি

Published by
News Desk

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার উপকূলীয় এলাকা। কম্পনের মাত্রা ছিল ৭.৯। এই ধরণের কম্পনের মাত্রা থাকলে সুনামির সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন মার্কিন বিজ্ঞানীরা। ফলে জারি হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব বাড়িঘর ছেড়ে সুরক্ষিত জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে। কারণ যদি সুনামি হয়, তা উপকূলীয় এলাকার জন্য ভয়ংকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতের দিকে কম্পন অনুভূত হয়। সব থরথর করে কাঁপতে থাকে। কম্পনের কেন্দ্রস্থল ছিল কোডিয়াক শহর থেকে ২৮০ কিলোমিটার দূরে সমুদ্রের ২৫ কিলোমিটার গভীরে। এরপরই কোডিয়াক পুলিশের তরফে শহরের মানুষকে সমুদ্র থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ করা হয়। সুনামি সাইরেন বাজতে শুরু করে। জারি হয় সুনামি সতর্কতা।

এদিকে কম্পনের জেরে আতঙ্কিত মানুষজন চিৎকার শুরু করে দেন। সকলেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। অনেক বাড়িতে ফাটল ধরে গেছে। অনেক ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে অনেক গাছ। তবে কোনও হতাহতের খবর প্রাথমিকভাবে মেলেনি। কম্পন থামলেও এখন সুনামি নিয়েই চিন্তার ভাঁজ পুরু হয়েছে আলাস্কা প্রশাসনের। ফলে সেদিকেই নজর রাখা হচ্ছে।

কম্পনের পরই সমুদ্রের একটি ঢেউ ৩২ ফুট পর্যন্ত ওঠায় আরও আতঙ্ক বেড়েছে। এদিকে এই ভূমিকম্পের পর হাওয়াই ও জাপানের প্রশাসন অবস্থার দিকে কড়া নজর রাখছে। সুনামি সতর্কতা জারি না হলেও প্রয়োজনে তা করার জন্য প্রস্তুত হয়ে আছে ২ প্রশাসনই।

Share
Published by
News Desk