World

সমুদ্রের তলায় চিরনিদ্রায় ৩ হাজার গাড়ি, কেউ কখনও চড়েনি সে গাড়িতে

সমুদ্রের অনেক গভীরে ডুব দিলে তাদের দেখা পাওয়া যেতে পারে। একসঙ্গে সেখানে শুয়ে আছে ৩ হাজার গাড়ি। কেউ কখনও সেসব গাড়িতে চড়েনি।

Published by
News Desk

সমুদ্রের তলায় যেমন গাছ, পাথর, বালি, মাটি, সামুদ্রিক প্রাণি, মাছ, এসবই রয়েছে, তেমনই মানুষের তৈরি অনেককিছুই সেখানে যুগ যুগ ধরে শায়িত। যেদিন থেকে মানুষ সমুদ্রের জলে ভাসতে শিখেছে তারপর থেকেই সমুদ্রের তলায় এইসব চিহ্ন বাড়তে থেকেছে।

ডুবে যাওয়া জাহাজ, প্লাস্টিকের বোতল, প্যাকেট এবং এমন কত কিছু যে সমুদ্রের তলায় ছড়িয়ে আছে তা নিতান্তই অজানা। যেমন প্রশান্ত মহাসাগরের জলের তলায় এক জায়গায় ভিড় জমিয়েছে ৩ হাজার গাড়ি। যারমধ্যে ৮০০টি আবার ইলেকট্রিক গাড়ি।

জলের ৫ হাজার মিটার তলায় রয়েছে এই নতুন গাড়িগুলি। যাতে কেউ কখনও চড়েননি। মর্নিং মিডাস-এ চেপে গাড়িগুলি সমুদ্রের ওপর দিয়ে চলেছিল মেক্সিকোর একটি বন্দরের দিকে।

মর্নিং মিডাস জাহাজটি তখন স্থলভূমি থেকে ৩৬০ নটিক্যাল মাইল দূরে মহাসমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিল। আচমকা আবহাওয়ার অবনতি হয়। জাহাজে আগুন লেগে যায়। জাহাজ অস্বাভাবিকভাবে দুলতে থাকে। তাতে সমুদ্রের জল ঢুকতে শুরু করে।

চিন থেকে ৩ হাজার নতুন গাড়ি নিয়ে মেক্সিকো পৌঁছে দিতে মর্নিং মিডাস নামে গাড়িবাহী জাহাজটি ভাড়া করেছিল একটি সংস্থা। জাহাজের ২২ জন নাবিক অনেক চেষ্টা চালান যাতে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু তাঁরা যখন বুঝতে পারেন এ জাহাজকে আর রক্ষা করা যাবেনা, জাহাজটি ডুববেই, তখন তাঁরা লাইফবোটে চেপে নিজেদের প্রাণ বাঁচান। আগুনে জ্বলতে জ্বলতে নতুন ৩ হাজার গাড়ি নিয়ে জাহাজটি প্রশান্ত মহাসাগরে তলিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আলাস্কার আলুশন দ্বীপের কাছে।

Share
Published by
News Desk

Recent Posts