সবচেয়ে দামি চোখ, মণির জায়গায় বসানো রয়েছে হিরে, তাক লাগাল যুবকের শখ
পকেট বুঝে খরচা করাই মানুষের ধর্ম। তবে শখ পূরণের জন্য মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর পকেট যদি সঙ্গ দেয় তাহলে তো কথাই নেই।
 
						বহুদিন ধরেই সোনা বা রুপো দিয়ে দাঁত বাঁধানোর প্রচলন রয়েছে। এখন শখ করে অনেক মহিলা সোনা দিয়ে নকল নখ বানিয়েও আঙ্গুলে পরেন। কিন্তু চোখের মণি সাজানোর জন্যও যে গয়না গড়ানো যায় তা বোধহয় কারও জানা ছিলনা।
আর্থিক সামর্থ্য থাকলে মানুষ নিজের অনেক শখই পূরণ করতে পারে। আর সেই শখ পূরণের জন্যই এক যুবক নিজের চোখকে ঝলমলে করে তুললেন। নিজের নষ্ট চোখের মণিতে হিরে বসিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী এক যুবক।
আমেরিকার অ্যালাব্যামার বাসিন্দা স্লেটার জোন্স। তিনি একটি গয়নার দোকানের মালিক। নিজের কৃত্রিম চোখের কারণে তিনি সংবাদ শিরোনামে জায়গা করে নেন। তাঁর কৃত্রিম চোখের বিষয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট আলোড়নের সৃষ্টি করেছে।
হঠাৎ একটি গুরুতর অসুখের কারণে জোন্সের ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কিন্তু অদম্য মনের জোরের কারণে তিনি বাস্তবটা মেনে নিতে পারেন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি নকল চোখ লাগানোর প্রস্তুতিও শুরু করেন।
কোনও কারণে কারও চোখ নষ্ট হয়ে গেলে অনেকসময় অক্ষিকোটরে পাথরের নকল চোখ বসিয়ে দেওয়া হয়। কিন্তু জোন্স নিজের পেশার সঙ্গে তাল মিলিয়ে হিরের চোখ লাগাতে উদ্যোগী হন। যোগাযোগ করেন এক কৃত্রিম চোখ বিশেষজ্ঞের সঙ্গে। তাঁকে ২ ক্যারেটের একটি হিরের মণি বানানোর অর্ডার দেন। যার দাম প্রায় ২০ লক্ষ টাকা।
জোন্স এরপর নিজের সমাজ মাধ্যমের পাতায় হীরকখচিত চোখের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দেন। কেউ জোন্সকে প্রচণ্ড আত্মবিশ্বাসীর আখ্যা দিয়েছেন। আবার কেউ বলেছেন বিলাসিতার চরম উদাহরণ। কিন্তু বাস্তব এটাই যে এই মুহুর্তে স্লেটার জোন্সই বিশ্বের সবচেয়ে মূল্যবান চোখের মালিক।













