ঘন জঙ্গল ঘেরা পাণ্ডববর্জিত ওই এলাকায় এদিন আচমকাই বিমান হানা চালায় মার্কিন যুদ্ধবিমান। এখানেই আল-সাবাব জঙ্গিদের একটি ট্রেনিং ক্যাম্প চলছিল। সোমালিয়া সরকারের তরফে দাবি করা হয়েছে তারাই ওয়াশিংটনকে আল-সাবাবের ট্রেনিং ক্যাম্পের খবর দিয়েছিল। এই ট্রেনিং ক্যাম্পই ছিল আল-সাবাবের সদর দফতর। দেশের ড্রোন বেস উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এখানে জঙ্গিদের প্রশিক্ষণ চলছিল বলে দাবি করেছে সোমালিয়ার গোয়েন্দা দফতর। পেন্টাগনের তরফে এই বিমান হানার কথা স্বীকার করা হয়েছে।