Categories: World

বিমান হানায় মৃত ১৫০ জঙ্গি

Published by
News Desk

মার্কিন বিমান হানায় মৃত্যু হল ১৫০ জন আল-সাবাব জঙ্গির। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২০০ কিলোমিটার দূরে একটি ঘন জঙ্গলে।

ঘন জঙ্গল ঘেরা পাণ্ডববর্জিত ওই এলাকায় এদিন আচমকাই বিমান হানা চালায় মার্কিন যুদ্ধবিমান। এখানেই আল-সাবাব জঙ্গিদের একটি ট্রেনিং ক্যাম্প চলছিল। সোমালিয়া সরকারের তরফে দাবি করা হয়েছে তারাই ওয়াশিংটনকে আল-সাবাবের ট্রেনিং ক্যাম্পের খবর দিয়েছিল। এই ট্রেনিং ক্যাম্পই ছিল আল-সাবাবের সদর দফতর। দেশের ড্রোন বেস উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এখানে জঙ্গিদের প্রশিক্ষণ চলছিল বলে দাবি করেছে সোমালিয়ার গোয়েন্দা দফতর। পেন্টাগনের তরফে এই বিমান হানার কথা স্বীকার করা হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Al Shabaab

Recent Posts