World

প্রত্যাঘাত, ১২ জনের প্রাণ নিল গাড়ি বোমা

Published by
News Desk

মার্কিন সেনার বিমানহানায় সোমালিয়ার সন্ত্রাসবাদী সংগঠন আল সাবাব গোষ্ঠীর কয়েকজন জঙ্গির মৃত্যুর পর সোমবার পাল্টা আঘাত নেমে এল মোগাদিসুতে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গভর্নর হাউসের কাছেই এদিন একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১৫ জন গুরুতর আহত হন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের অনেক দোকান, রেস্তোরাঁর ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পরই আল সাবাব ঘটনার দায় স্বীকার করে। জানায় তাদের প্রধান লক্ষ্য ছিলেন সরকারি আধিকারিকরা। প্রসঙ্গত গত ২৯ জানুয়ারি জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়।

আল সাবাবকে শেষ করতে গত শুক্রবার আকাশপথে হানা দিয়ে ১৩ জন জঙ্গিকে খতম করে মার্কিন সেনা। তবে সেই ঘটনায় কোনও সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি বলেই দাবি করে তারা। মার্কিন সেনার তরফে জানানো হয় গত শুক্রবার সোমালিয়ার গন্দারসে এলাকায় এই হামলা চালানো হয়। একেবারে আল সাবাব জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যুদ্ধবিমানের সাহায্যে আকাশপথে হামলা চালায় মার্কিন সেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts