World

বিমানহানায় খতম ১৩ জঙ্গি

Published by
News Desk

আকাশপথে হানা দিয়ে ১৩ জন জঙ্গিকে খতম করল মার্কিন সেনা। তবে এই ঘটনায় কোনও সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি বলেই দাবি করেছে তারা। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে গত শুক্রবার সোমালিয়ার গন্দারসে এলাকায় এই হামলা চালানো হয়। একেবারে আল সাবাব জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যুদ্ধবিমানের সাহায্যে আকাশপথে হামলা চালায় সেনা।

গন্দারসে জায়গাটা সোমালিয়ার রাজধানী শহর মোগাদিসু থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী মোগাদিসু সহ অন্য জায়গায় যত জঙ্গি হামলা সোমালিয়ার সন্ত্রাসবাদী সংগঠন আল সাবাব করে তা গন্দারসে পরিকল্পনা হয়। এখানেই তৈরি করা হয় গাড়ি বোমা। আর সেই গাড়ি বোমা মাঝেমধ্যেই বড়সড় হামলা চালায়। ফলে সেই অর্থে আল সাবাব জঙ্গিদের শক্ত ঘাঁটি গন্দারসে। আর সেখানেই হামলা চালাল মার্কিন সেনা।

এই গন্দারসে-তেই গত ২০১৮ সালের ১৫ ও ১৬‌ ডিসেম্বর পরপর ৬টি বিমানহানা চালায় মার্কিন সেনা। সেই হামলায় আল সাবাব জঙ্গি গোষ্ঠীর ৬২ জনের মৃত্যু হয়। তারপর বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফেব্রুয়ারির শুরুতেই ফের হামলা চালাল মার্কিন সেনা। এবারও সেই আকাশপথেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts