World

মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত ১৩

Published by
News Desk

সোমালিয়ার রাজধানী শহর মোগাদিসুর অন্যতম সেরা হোটেল নাসা-হ্যাবলড। সারাদিনই ব্যস্ত হোটেলে হুজ হু-দের যাতায়াত। বহু রাজনীতিবিদ থেকে সোমালিয়ার সেরা মানুষজন বিভিন্ন কারণে এই হোটেলে আসেন। সেখানেই এদিন একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হোটেলের সামনেই গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ১৩ জনের। আহত হন ১৬ জন। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গাড়ি বোমা বিস্ফোরণের পরপরই হোটেলের মধ্যে থেকে গুলির শব্দ পান স্থানীয়রা। এদিকে বিস্ফোরণের প্রাথমিক ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় বিস্ফোরণ। ওই একই এলাকায় ফের জোড়াল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-সাবাব ঘটনার পরপরই এর দায় স্বীকার করে।

২ সপ্তাহ আগেই মোগাদিসুতে একটি ট্রাক বোমা বিস্ফোরণে ৩৫০ জনের মৃত্যু হয়। সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে নক্কারজনক সেই ঘটনার পিছনেও ছিল এই আল-সাবাব গোষ্ঠী। ফের এদিন তারা মোগাদিসুতে আঘাত হানল।

Share
Published by
News Desk