World

অক্ষয় রূপারেলিয়ার বিলিতি রূপকথা

Published by
News Desk

বয়স ১৯ বছর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অঙ্ক ও অর্থনীতি নিয়ে পড়ার সুযোগ রয়েছে তাঁর হাতে। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ এখন গোটা ব্রিটেন তো বটেই, গোটা পৃথিবীর জন্যই আশ্চর্য বালক। ব্রিটেনে একটি ওয়েবসাইট চালু করেছেন ১ বছরও হয়নি। ইতিমধ্যেই তিনি ওই ওয়েবসাইটের মাধ্যমে জমি-বাড়ি কেনাবেচা করে বিলেতের কোটিপতিদের একজন। এত কম বয়সে এই প্রথম কোনও ব্রিটেনবাসী এতটাকার মালিক হলেন। সেটাও একেবারেই তাঁর একার বুদ্ধিবলে।

জমি বাড়ি কেনা বেচার কাজ ওয়েবসাইটকে কাজে লাগিয়ে করেন অক্ষয়। ডোরস্টেপস ডট কো ডট ইউকে ওয়েবসাইট বানিয়ে কিছু মাস আগে ব্যবসা শুরু করেন অক্ষয়। তাও আবার পড়ার ফাঁকে। সামান্য সময়ের মধ্যেই তিনি এখন ব্রিটেনের অন্যতম ধনী এস্টেট এজেন্ট। আপাতত ব্যবসার চাপ রয়েছে প্রভূত। তাঁর সংস্থায় সামান্য কয়েকজন কর্মী। তাঁরাও অধিকাংশ মহিলা এবং মা। তাঁরাই ক্লায়েন্টদের নিয়ে গিয়ে সম্পত্তি দেখান। বিক্রির ব্যবস্থা করেন। ঝোড়ো গতিতে ব্যবসা জমে উঠছে অক্ষয়ের। ফলে আপাতত সরস্বতীকে পাশে সরিয়ে লক্ষ্মীর আরাধনাতেই মন দিতে চাইছেন অক্ষয় রূপারেলিয়া।

Share
Published by
News Desk