Entertainment

টুইঙ্কলকে পেঁয়াজের দুল উপহার দিলেন অক্ষয় কুমার

Published by
News Desk

পেঁয়াজের অগ্নিমূল্যে গোটা দেশ যখন হাঁসফাঁস করছে তখন তা নিয়ে মস্করাও কম হচ্ছেনা। সোশ্যাল সাইটে পেঁয়াজের অস্বাভাবিক দামকে সামনে রেখে মিমের ছড়াছড়ি। ছোট ছোট গল্পও ঘুরছে মজার ছলে। কিন্তু কোথাও গিয়ে এসবের মধ্যেই লুকিয়ে আছে মানুষের যন্ত্রণা। পেঁয়াজের দামের জন্য তাঁদের পেঁয়াজ না কেটেই চোখে জল আনার মত অবস্থা। দেশ জুড়ে পেঁয়াজের এই আকাল ও তার দামকে সামনে রেখে এবার স্ত্রীয়ের সঙ্গেও কী হেঁয়ালি করলেন অক্ষয় কুমার!

টুইঙ্কল খান্নার শেয়ার করা পেঁয়াজের কানের দুল, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @twinklerkhanna

স্ত্রী টুইঙ্কল খান্নার জন্য কানের দুল উপহার হিসাবে এনেছেন অক্ষয় কুমার। স্ত্রীর জন্য উপহার আনতেই পারেন। কিন্তু উপহারটা দেখলে চোখ কপালে উঠতে পারে। একটি দুল যা পেঁয়াজের। পেঁয়াজের সেই দুল অক্ষয় কুমার নিয়ে আসেন কপিল শর্মা শোতে অংশ নিয়ে। সেখানে ওই দুল দেখে খুব একটা খুশি হননি করিনা কাপুর খান। টুইঙ্কল জানিয়েছেন তাঁর স্বামী তাই তাঁর জন্য ওই দুল নিয়ে এসেছেন। অক্ষয়ের বিশ্বাস করিনার ভাল না লাগলেও এই দুল টুইঙ্কলের ভাল লাগবেই।

টুইঙ্কল খান্নাও কম যান না। ওই দুলের ছবি শেয়ার করে তিনি স্বামীকে সেরা উপহারের পুরস্কার দিয়েছেন। অক্ষয় কুমারের মত সুপারস্টারের দেশের হালফিল অবস্থা, মধ্যবিত্তের যন্ত্রণা, সামাজিক পরিস্থিতি সব কিছু নিয়ে এই মস্করা কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার ছাপ রাখল। আর অক্ষয়ের সেই বুদ্ধিদীপ্ত কাজে তাঁর স্ত্রীও যোগ্য সঙ্গত দিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Akshay Kumar

Recent Posts