Entertainment

তাপসী পান্নুর কাছে কেন মাফ চাইলেন অক্ষয় কুমার

Published by
News Desk

ফোর্বস তালিকায় জায়গা পাওয়া অক্ষয় কুমারকে এই তালিকায় জায়গা পাওয়ার যোগ্য বলে ট্যুইট করলেন ‘বেবি’ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করা বলিউড সুন্দরী তাপসী পান্নু। ফোর্বসের তালিকায় জায়গা পাওয়ার জন্য অক্ষয় কুমারকে অভিনন্দনও জানান তিনি। ফোর্বস পত্রিকা প্রকাশিত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া ব্যক্তিত্বদের তালিকায় বিশ্বের ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন অক্ষয়।

অক্ষয় কুমারের মোট পারিশ্রমিকের অঙ্ক ৬৫ মিলিয়ন ডলার বলে জানিয়েছে ফোর্বস। ভারতীয় মুদ্রায় ৪৪৫ কোটি ৬৪ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা। তালিকার ৩৩ নম্বরে জায়গা পাওয়া অক্ষয়কে অভিনন্দনের পাশাপাশি হালকা ঠাট্টার ছলে তাপসী এবার থেমে কিছু শেয়ার করার কথা জানিয়েছেন। তার উত্তরও অবশ্য বেশ হালকা ছলেই দিয়েছেন অক্ষয়। নিজের একটি মুখভঙ্গির ছবি দিয়ে তলায় লিখেছেন ‘মাফ করবেন’।

ফাইল : তাপসী পান্নু, ছবি – আইএএনএস

অক্ষয় কুমারই এবার ফোর্বস পত্রিকায় একমাত্র বলিউড তারকা হিসাবে জায়গা পেয়েছেন। ৩ খানকে পিছনে ফেলে অক্ষয় এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক অর্জন করা মহাতারকা। এখনও তাঁর সিনেমা সবসময় বক্স অফিস ঘরে নিয়ে যায়। সহজে অক্ষয় কুমারের ছবি ফ্লপ করতে দেখে যায়না। সবচেয়ে বড় কথা অক্ষয় পারিশ্রমিকের অঙ্কে পিছনে ফেলে দিয়েছেন জ্যাকি চ্যাং, রিহানা, ক্রিস ইভান্স বা কেটি পেরি-র মত ব্যক্তিত্বদেরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Akshay Kumar

Recent Posts